Heart of Information

Updates

Post Top Ad

Monday, February 11, 2019

বিশেষজ্ঞ দ্বারা তৈরী সাজেশন প্রদান করা হলো। সাজেশনটি বিজ্ঞান ও ব্যাবসায় শিক্ষা শাখার জন্য প্রযোজ্য হবে এবং সকল বিভাগের পরীক্ষার্থীরা অনুশীলন করতে পারবে।আশা করি সাজেশনটি সকল পরিক্ষার্থীদের কাজে আসবে। সাজেশনটি অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সাজানো হয়েছে। পরীক্ষার জন্য যেগুলো অধিক গুরূত্বপূর্ণ তা *** দ্বারা মার্ক করা হয়েছে তার যে যেগুলো একটু কম গুরূত্বপূর্ণ তা ** এবং যেগুলো তারচেয়ে আর একটু কম গুরূত্বপূর্ণ তা * দ্বারা মার্ক করা হয়েছে।
শুরু হবে। পরীক্ষার রুটিন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। যারা এখনো রুটিন পাওনি তারা এখান থেকে রুটিনটা ডাউনলোড করে নিতে পারো। তোমাদের হাতে যেটুকু সময় আছে তা ঠিকমত কাজে লাগাও এবং নিয়মিত রুটিন মাফিক পড়ালেখা শুরু করে দাও। তোমাদের সুবিধার্থে সাজেশনটি পিডিএফ আকারে দেওয়া হয়েছে যা তোমরা সহজে নিচের ডাউনলোড লিংক থেকে ডাউনলোড করে নিতে পারো।
Thank you

No comments:

Post a Comment